৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৪৫

সাত মাস পর জামিনে মুক্ত ইরানি পরিচালক জাফর পানাহি

অনলাইন ডেস্ক

সাত মাস পর জামিনে মুক্ত ইরানি পরিচালক জাফর পানাহি

জাফর পানাহি। ফাইল ছবি

জামিনে মুক্তি পেলেন ইরানের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। দীর্ঘ প্রায় সাত মাস কারাবন্দী থাকার পর শুক্রবার তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে মুক্তি পান তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান (সিএইচআরআই) জাফর পানাহির মুক্তির বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে।

পরে জাফর পানাহির স্ত্রী তাহেরেহ সায়েদি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে জাফর পানাহিকে কারাগারের বাইরে ভক্তদের আলিঙ্গন করতে ও গাড়ি চালাতে দেখা যায়।

গত বছরের জুলাইয়ে ইরানে দু’জন চলচ্চিত্র পরিচালকের গ্রেফতারের ঘটনায় তীব্র সমালোচনা করেন জাফর পানাহি। পরে তাদের মুক্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে তিনি নিজেও গ্রেফতার হন।

নিজের আটকাদেশের বিরুদ্ধে দুই দিন ধরে কারাগারে অনশন করছিলেন ৬২ বছর বয়সী জাফর পানাহি। এর ফলে তাকে প্রথমে জামিন ও পরে মুক্তি দেওয়া হল। সূত্র: আল জাজিরা, বিবিসি

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর