সিরিয়ায় ভূমিকম্পের পর কারাগার থেকে অন্তত ২০ বন্দি পালানোর খবর পাওয়া গেছে। এদের অধিকাংশই জঙ্গী সংগঠন আইসএসের সদস্য বলে দাবি করা হয়েছে এএফপির প্রতিবেদনে।
তুরস্কের সীমান্ত ঘেঁষা রাজো শহরের ওই কারাগারে মোট দুই হাজার বন্দি ছিল। যাদের মধ্যে ১৩শ' আইসএস সদস্য।
কারাগারটি মার্কিন সমর্থনপুষ্ট কুর্দিশ নেতৃত্বাধীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সেনাদের অধীনে ছিল।
রাজো কারাগারের দায়িত্বে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, ‘ভূমিকম্পের পর কারাগারের একটি অংশের দখল নেয় বন্দিরা।’ ‘এসময় ২০ জনের মতো বন্দি পালিয়ে গেছে, যারা আইএস সদস্য বলেই মনে করা হচ্ছে।’
সূত্র: ফ্রান্স টোয়েন্টি ফোর
বিডি প্রতিদিন/নাজমুল