৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:১৮

২৪ ঘণ্টায় সহস্রাধিক রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় সহস্রাধিক রুশ সেনা নিহত, দাবি ইউক্রেনের

পশ্চিমা ট্যাংকের মাধ্যমে রুশ সেনাদের বিরুদ্ধে অবস্থান ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন

বিগত ২৪ ঘণ্টায় রাশিয়ার ১০৩০ জন সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। রয়টার্স বলছে, ইউক্রেনের দাবি অস্বীকার করেছে রাশিয়া। উপরন্তু পাল্টা তারা বহু ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে। স্বতন্ত্রভাবে  এসব তথ্য সংবাদমাধ্যম রয়টার্স যাচাই করতে পারেনি।

যুদ্ধপর্যবেক্ষণকারী যুক্তরাজ্য বলছে, ফ্রন্টলাইনে রাশিয়ার উল্লেখযোগ্য সফলতা নেই।

ইউক্রেনীয় সেনাবাহিনীর তথ্যানুসারে, যুদ্ধে এখন পর্যন্ত ১ লাখ ৩৩ হাজার ১৯০ রুশ সেনার মৃত্যু হয়েছে। তাদের হিসেবে একদিনে ১০৩০ রুশ সেনা নিহতের ঘটনা রেকর্ড। এছাড়া সর্বশেষ দুইদিনে ২৫ রুশ ট্যাংক ধ্বংসেরও দাবি করেছে কিয়েভ। 

রয়টার্স বলছে, উভয়পক্ষ নজিরবিহীন হতাহতের তথ্য জানাচ্ছে। তুষারাবৃত পরিখায় মারাত্মক লড়াই চলছে। তবে ফ্রন্টলাইনে রাশিয়া-ইউক্রেনের বলার মতো অগ্রগতি নেই।

ইউক্রেন যুদ্ধ আগামী ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বর্ষে পদার্পণ করবে যা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। মস্কো তাদের সামরিক পরিকল্পনা অর্জনের চেষ্টা অব্যাহত রেখেছে। অন্যদিকে পশ্চিমা ট্যাংকের মাধ্যমে রুশ সেনাদের বিরুদ্ধে অবস্থান ধরে রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে, ইউক্রেনের ভূমি থেকে পিছু হটে ২০২২ সালের দ্বিতীয়ার্ধ থেকে যুদ্ধে শত হাজার সেনা ব্যবহার করছে রাশিয়া।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর