তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের ৭৮ ঘণ্টা পর দুই ভাই এবং তাদের মাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সিএনএনের খবর অনুসারে, অংশীদার নেটওয়ার্ক ক্যানাল ডিতে দেখা গেছে, উদ্ধারকারী কর্মকর্তারা পাজারচিক অঞ্চলের কাহারমানমারাসের ধ্বংসস্তূপের কাছে একটি শিশুকে উদ্ধারে ছুটে যাচ্ছেন। এর কয়েক মিনিট পর উদ্ধারকারী দলকে বড় কম্বলে আবৃতঅবস্থায় একজন বালককে আনতে দেখা যায়।
ধ্বংসস্তূপ থেকে দুই বালককে উদ্ধারের পর তাদের জননী ৩৬ বছর বয়সী হাতিস ইগডকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুই বালকের নাম মেহমেত নাইম ইগড এবং মেলিহ ইগড।
উদ্ধারকারীরা সংবাদমাধ্যম ক্যানাল-ডিকে বলেন, তারা বুধবার রাত ১০ টার দিকে উদ্ধারকার্য শুরু করেছিলেন। এর এক ঘণ্টা পর রাত ১১ টার দিকে তারা আওয়াজ (ভয়েস) শুনতে পান। এরপর তারা সারারাত ধরে উদ্ধারকাজ চালান।
এদিকে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সোমবারের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ হাজার ৭১০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৬৪ হাজারের ওপরে, ৬ হাজার ৪৪৪টি ভবন ধ্বংস হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল