ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দিল্লি ও মুম্বাই কার্যালয়ে অভিযান চালিয়ে মুঠোফোন ও ল্যাপটপ জব্দ করেছে ভারতের ট্যাক্স কর্মকর্তারা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি তথ্য বানানোর পর বিবিসি কার্যালয়ে এই অভিযানকে অনেকে রাজনৈতিক রোষাণল হিসেবেই দেখছেন।
সূত্র জানিয়েছে, অনিয়মিত আন্তর্জাতিক কর দেওয়ার অভিযোগে এনে বিবিসির একটি কার্যালয়ও সিলগালা করে রেখেছে ট্যাক্স কর্মকর্তারা।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। ফোন, ল্যাপটপও নিয়ে নেওয়া হয়েছে সাংবাদিকদের কাছ থেকে। বিবিসির কর্মচারীদেরও কাউকে ফোন না দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে ট্যাক্স কর্মকর্তারা জানিয়েছে, এটা অভিযান নয় শুধু একটা জরিপ। আর বিবিসি কর্মীদের ফোনও ফেরত দেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল