কৃষ্ণ সাগর থেকে পশ্চিম ইউক্রেনের খমেলতেনস্কি শহরে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে দু’টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুই বেসামরিক লোক আহত হয়েছে এবং কয়েক শতাধিক জানালার কাঁচ ভেঙে গেছে।
শনিবার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাশিয়ার দখলদার বাহিনী কৃষ্ণ সাগর থেকে চারটি কালিবার ক্রুস ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দু’টি ক্ষেপণাস্ত্র আটকানো হয়েছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ‘রাশিয়া কৌশলগত বিমান ব্যবহার করে, বিশেষ করে দখলকৃত অঞ্চলগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’
সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত