চলতি বছরের জানুয়ারিতে ফ্রান্সের বার্ষিক মূল্যস্ফীতি হার দাঁড়িয়েছে ৬ শতাংশে। গত ডিসেম্বরে মূল্যস্ফীতির এই হার ছিল ৫ দশমিক ৯ শতাংশ।
সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
খাদ্যপণ্যের দাম ১৩ দশমিক ৩ শতাংশ ও জ্বালানি মূল্য ১৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধির প্রভাব পড়েছে সার্বিক মূল্যস্ফীতিতে।
দেশটিতে মাসিক মুদ্রাস্ফীতির হার ডিসেম্বরে মাইনাস ০.১ শতাংশ ছিল, জানুয়ারিতে তা বেড়ে ০.৪ শতাংশ হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/কালাম