ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন পশ্চিমা দেশের কাছে ইউক্রেনে জন্য সমরাস্ত্র সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি চাই রাশিয়া পরাজিত হোক, আমি চাই ইউক্রেন তাদের অবস্থান রক্ষা করার ক্ষমতা অর্জন করুক।’ এ সময় তিনি ‘রাশিয়াকে ধ্বংস’ করার জন্য যুদ্ধ দীর্ঘায়িত করা হচ্ছে, এমন তথ্য প্রচারকারীদের সমালোচনা করেন।
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বিশ্ব নেতাদের নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রন এই মন্তব্য করেন। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নেতারা ইউক্রেনের জন্য সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন।
সম্মেলনে ম্যাক্রন বলেন, অনেকের মতো ‘রাশিয়াকে সম্পূর্ণ পরাজিত করতে হবে, তাদের ভূমিতে আক্রমণ করতে হবে’ আমি তেমনটি মনে করি না। রাশিয়া ধ্বংস হোক ফ্রান্স কখনও এটা চায় না।
মিউনিখ সম্মেলনে শুক্রবার ম্যাক্রন আরও বলেন, মস্কোর সঙ্গে সংলাপের সময় এখন নয়। তবে চূড়ান্ত লক্ষ্য হিসেবে শান্তি আলোচনার কথা বলতে লজ্জাবোধ করেননি তিনি। সূত্র: বিবিসি
বিডিপ্রতিদিন/কবিরুল