প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার দক্ষিণ অঞ্চল ব্রিয়ানস্কে সন্ত্রাসীরা আক্রমণ করেছে। রাশিয়ার এই অঞ্চলটির সঙ্গে ইউক্রেনের সীমান্ত রয়েছে। স্বাভাবিকভাবে ইউক্রেনীয়দের দোষারোপ করছে মস্কো।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের ধকল সহ্য করতে হচ্ছে রাশিয়াকে। ফ্রন্টলাইন ক্রস করে ইউক্রেনীয় যোদ্ধারা রাশিয়ার ভেতর ঢুকে হামলা চালাচ্ছে। এমন এক হামলায় বৃহস্পতিবার অন্তত দুইজন নিহত এবং একজন শিশু আহত হয়েছে। হামলাকারী শপিংমলে প্রবেশ করে লোকজনকে জিম্মিও করে।
তিতানা কুখারেভা নামে মস্কোর একজন সাংবাদিক আল জাজিরাকে বলেন, ব্রিয়ানস্কে হামলায় দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় ইউক্রেনের সঙ্গে সীমান্তজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। তিনি বলেন, অন্য সীমান্ত অঞ্চলও উদ্বেগ প্রকাশ করেছে। একজন গভর্নর বলেছেন, ‘সীমান্তের নিরাপত্তা জোরদার করা হবে।’ সীমান্তবর্তী সেভাস্তপোল থেকেও এমন বিবৃতি দেওয়া হয়েছে।সাংবাদিক কুখারেভা বলেন, ঘটনার তাৎপর্য অনুসারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যেকোনো আক্রমণ গুরুত্বসহকারে নেয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত পুতিন নিরাপত্তা কাউন্সিলের জরুরি সভা ডাকেননি। মস্কোর এই সাংবাদিক বলেন, ‘আমি বলল রাশিয়ার সীমান্ত অঞ্চল যুদ্ধের ধকল সহ্য করছে।’
বিডিপ্রতিদিন/কবিরুল