সাংবাদিক আটকের ঘটনাকে কেন্দ্র করে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র-রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই সাংবাদিকের মুক্তি দাবি করলেও মস্কো বলছে ভিন্ন কথা। পাল্লাপাল্টি এমন অবস্থানে উত্তপ্ত হয়ে উঠতে পারে পরিস্থিতি শঙ্কা করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।
গোয়েন্দাগিরির অভিযোগে রাশিয়ায় গ্রেফতার হয়েছেন মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গেরশকোভিচ।
বৃহস্পতিবার রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিস জানায়, তারা ইভানকে আটক করেছে।
বাইডেন বলেছেন, তাকে ছেড়ে দিন। ঝড় কবলিত মিসিসিপি সফরে যাওয়ার আগে তিনি এ কথা বলেন।
তবে এই ঘটনার প্রেক্ষিতে আপাতত রুশ কূটনীতিকদের বহিষ্কারের কোনো পরিকল্পনাে নেই বলেও জানিয়েছেন বাইডেন। এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, ওই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ার আনা অভিযোগের কোনো ভিত্তি নেই।
আর ওয়াল স্ট্রিট জার্নালও বলেছে, সাংবাদিক ইভানকে ভুল অভিযোগ এনে আটক করা হয়েছে। তবে রাশিয়া বলছে, ওই সাংবাদিক সামরিক কারখানা সম্পর্কে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা করছিল।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল