১ এপ্রিল, ২০২৩ ১০:৩০

যে কারণে শি জিনপিংকে জেলেনস্কির সাথে বৈঠেকের আহ্বান জানাল স্পেন

অনলাইন ডেস্ক

যে কারণে শি জিনপিংকে জেলেনস্কির সাথে বৈঠেকের আহ্বান জানাল স্পেন

এবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা করতে উৎসাহিত করেছেন। সেই সাথে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে কিয়েভের শান্তি আলোচনা সম্পর্কে জানার আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে স্পেনের প্রধানমন্ত্রী এ কথা বলেন। গত মাসের ২০-২১ তারিখ মস্কো সফর করেছিলেন চীনা প্রেসিডেন্ট।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি প্রস্তাবকে সমর্থন করছে স্পেন। যেখানে ক্রিমিয়াকেও ইউক্রেনীয় ভূমি হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।

পেদ্রো সানচেজ বলেছেন, ‌‘আমি মনে করি (ইউক্রেনের শান্তি প্রস্তাব) এটা ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় একটা সঠিক ভিত্তি হতে পারে এবং এটা জাতিসংঘ সনদের সাথে মানানসই। পুতিনের যে শান্তি প্রক্রিয়া ভঙ্গ করেছেন।’

ইউক্রেনে অবৈধ আগ্রাসনের বিষয়ে স্পেনের উদ্বেগের কথা জানিয়ে সানচেজ শি জিনপিংকে জেলেনস্কির সাথে আলোচনা করতে উৎসাহিত করেছি।


সূত্র: আল জাজিরা


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর