৫ এপ্রিল, ২০২৩ ১০:১১
রাশিয়ার কড়া প্রতিক্রিয়া

ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা

ইউক্রেনের জন্য আরও ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে মার্কিন সরকার। রাশিয়া এর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে। পেন্টাগন জানিয়েছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানী ট্র্যাক।

এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল। ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের রুশভাষি নাগরিকদের রক্ষা করার ঘোষণা  দিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এদিকে, ইউক্রেনকে রাশিয়ার সর্বশেষ সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস। দূতাবাসটি গতকালই (মঙ্গলবার) বলেছে, এই সহযোগিতার ফলে যুদ্ধ প্রলম্বিত হবে এবং আরো বেশি বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন হবে। রুশ দূতাবাস ইউক্রেন সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্যও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর