ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের আজ ৪০৬ তম দিন। এখন পর্যন্ত যুদ্ধবিরতি কিংবা যুদ্ধ বন্ধের সুস্পষ্ট কোনো লক্ষণ নেই। এমনটিই জানাল রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে সাংবাদিকরা প্রশ্ন করেন, কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা শুরুর বিষয়টি তারা কীভাবে দেখছেন কিংবা ভবিষ্যতে এটা নিয়ে রাশিয়ার ভাবনা কী। এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এখন পর্যন্ত কোনো সম্ভাবনা আমরা দেখছি না। সুতরাং এ বিষয়ে বলার কিছু নেই।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিবেশী দেশ পোল্যান্ড সফরে গেছেন। রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরু করার পর পোল্যান্ড কিয়েভকে সিসাঢালা প্রাচীরের ন্যায় সমর্থন দিয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল