রাশিয়ার যুদ্ধজাহাজটির নাম ‘অ্যাডমিরাল গোরশকভ’। বুধবার জাহাজটি সৌদি আরবের জেদ্দায় পৌঁছায়। সেটিতে ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা রয়েছে। এই যুদ্ধজাহাজের সঙ্গে একটি ট্যাংকারও ছিল, এর নাম কামা। বৃহস্পতিবার জেদ্দা ত্যাগ করে জাহাজ দুটি।
সৌদি আরবের রাজধানী রিয়াদে রুশ দূতাবাসের একজন কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, জাহাজ দুটি রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের অংশ। গত জানুয়ারিতে এই নৌবহর রাশিয়া ত্যাগ করে। এরপর থেকে সেটি ভারত মহাসাগর ও আরব সাগরে দুটি মহড়ায় অংশ নিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রায় ১০ বছরের মধ্যে এই প্রথম রাশিয়ার যুদ্ধজাহাজ সৌদি আরবের কোনও বন্দরে ভিড়ল। সেখান থেকে জাহাজ দুটিতে খাওয়ার পানি ও খাদ্যপণ্য সংগ্রহ করা হয়। এছাড়া জাহাজের নাবিকদের জন্য জেদ্দায় একটি ‘সাংস্কৃতিক অনুষ্ঠানের’ আয়োজনও করা হয়েছিল।
জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য সৌদি আরব। বিশ্বে তেলের বাজার নিয়ন্ত্রণে সৌদি আরবসহ জোটের অন্যান্য দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে রাশিয়া। সূত্র: আরব নিউজ, গালফ নিউজ, আল আহরাম, এএল মনিটর, ফ্রান্স২৪
বিডি প্রতিদিন/কালাম