১১ এপ্রিল, ২০২৩ ১২:৫৯

তাইওয়ান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের মধ্যে নেদারল্যান্ডস সফরে ম্যাক্রন

অনলাইন ডেস্ক

তাইওয়ান প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের মধ্যে নেদারল্যান্ডস সফরে ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন

গত সপ্তাহে চীন সফর থেকে ফিরেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে তিনি নেদারল্যান্ডস রওনা হয়েছেন। 

এএফপির খবরে বলা হয়েছে,  চীন সফর থেকে ফেরার পর রবিবার সংবাদপত্রে ম্যাক্রনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। ওই সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘তাইওয়ান নিয়ে ইউরোপকে অবশ্যই ওয়াশিংটন কিংবা বেইজিংয়ের অনুসারী হওয়া উচিত নয়।’ 

ম্যাক্রনের এই বক্তব্যে ব্যাপক সমালোচনা হয়। খবর অনুসারে, ম্যাক্রনের এমন মন্তব্যের কারণে তার নেদারল্যান্ডস সফর বিবর্ণ হতে পারে। 

নেদারল্যান্ডস সফরে স্ত্রী ব্রিজিত ছাড়াও সাতজন মন্ত্রী রয়েছেন ম্যাক্রনের সঙ্গে। নেদারল্যান্ডস সফরে সবার নজর থাকবে ম্যাক্রনের বক্তব্যের ওপর। ইউরোপীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়াদি নিয়ে তিনি কী বক্তব্য দেন, সেটাতে এখন সবার নজর। সূত্র: ফ্রান্সনিউজ২৪   

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর