১৬ এপ্রিল, ২০২৩ ২৩:৪৭

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ডাডেভিলে শহরে একটি জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে। আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় শনিবার রাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ওই ঘটনায় ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ।

তবে কে এই হামলা চালিয়েছে বা কারা এই ঘটনায় জড়িত তা জানা যায়নি। কাউকে গ্রেফতারের বিষয়ে কোনো তথ্য দেয়নি পুলিশ।

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর