১৮ এপ্রিল, ২০২৩ ১২:১৩

মার্চে ৮.৩ শতাংশ রফতানি কমেছে সিঙ্গাপুরের

অনলাইন ডেস্ক

মার্চে ৮.৩ শতাংশ রফতানি কমেছে সিঙ্গাপুরের

সংগৃহীত ছবি

চলতি বছরের মার্চে রফতানি কমেছে সিঙ্গাপুরের। ওই মাসে দেশটির রফতানি বছরওয়ারি ৮ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।

পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস ও ইন্টিগ্রেটেড সার্কিটের (আইসি) চালান কমে যাওয়ায় দেশটির রফতানিতে সার্বিকভাবে প্রভাব পড়েছে। যদিও মাসওয়ারি রফতানি বেড়েছে বাণিজ্য নগরীটির। 

সম্প্রতি এমনটাই উঠে এসেছে এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের প্রকাশিত তথ্যে।

জ্বালানি তেলবহির্ভূত অভ্যন্তরীণ রফতানি (এনওডিএক্স) গত বছরের তুলনায় ৮ দশমিক ৩ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে ১৫ দশমিক ৮ শতাংশ সংকোচন ছিল। মার্চে ১৯ দশমিক ৪ শতাংশ সংকোচনের পূর্বাভাসের তুলনায় ভালো করেছে দেশটির এ খাতের রফতানি।

এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো সংকোচন দেখছে দেশটি। চলতি বছরের জানুয়ারিতে ২৫ শতাংশ অবনমন ঘটেছে। ডিসেম্বরে সংকোচন ছিল ২০ দশমিক ৬ শতাংশ। ইলেকট্রনিক ও নন-ইলেকট্রনিক উভয় ধরনের পণ্যের রফতানিতেই পতন ঘটেছে। যদিও নন-ইলেকট্রনিক পণ্যের তুলনায় ইলেকট্রনিক পণ্যের রফতানি পতন ছিল বেশি।

গত মার্চে ইলেকট্রনিক পণ্য রফতানি ২২ দশমিক ৩ শতাংশ কমেছে। ফেব্রুয়ারিতে সংকোচন ছিল ২৬ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ মাসিক ব্যবধানে তৎপরতা বেড়েছে। ইলেকট্রনিক এনওডিএক্সের পতনের পেছনে প্রধান কারণ মিডিয়া পণ্যের রফতানি হ্রাস। মার্চে মিডিয়া পণ্যের রফতানি কমেছে ৪১ শতাংশ। ব্যক্তিগত কম্পিউটারের যন্ত্রাংশ ৩৬ শতাংশ ও ইন্টিগ্রেটেড সার্কিট ২৮ দশমিক ৬ শতাংশ কমেছে। নন-ইলেকট্রনিক পণ্য রফতানি অবনমন মার্চে ছিল তুলনামূলকভাবে কম। ৪ দশমিক ৭ শতাংশ পতন ঘটে এ সময়। ফেব্রুয়ারিতে সংকোচন ছিল ১২ দশমিক ৪ শতাংশ।

বিশ্বের রফতানি প্রধান অর্থনীতির দেশগুলোর একটি সিঙ্গাপুর। ফার্মাসিউটিক্যালস খাতে ২৬ দশমিক ৮ শতাংশ উন্নতি ঘটলেও পেট্রোকেমিক্যালসের পতন ঘটেছে ২৩ দশমিক ১ শতাংশ। খাদ্য উৎপাদন কমেছে ২৪ দশমিক ২ শতাংশ। রফতানি বাজারের এই পতনের পেছনে চীন, তাইওয়ান ও মালয়েশিয়ার বাণিজ্যিক কর্মকাণ্ডের ভূমিকা রয়েছে। চীনে রফতানি কমেছে ১৪ দশমিক ১ শতাংশ। সেই সঙ্গে দুর্বল হয়েছে আঞ্চলিক বাণিজ্য। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় রফতানি কমেছে ২০ শতাংশের বেশি। কম ছিল থাইল্যান্ড ও ইউরোপীয় অঞ্চলে রফতানি। মার্চে যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে ১৩ দশমিক ২ শতাংশ। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

বিডি প্রতিদিন/কালাম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর