জাপানের সামরিক বাহিনীকে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ব্যাপারে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার এই নির্দেশনা দেওয়া হয়।
এর আগে পিয়ংইয়ং প্রথবারের মতো গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করার ঘোষণা দেয়।
এই স্যাটেলাইট উৎক্ষেপণ করতে দূরপাল্লার প্রোজেক্টাইলের দরকার পড়বে। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞার কারণে এই কাজে ব্যালিস্টিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে না উত্তর কোরিয়া।শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিজেদের আত্মরক্ষার স্বার্থে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দেওয়া হতে পারে।
সাম্প্রতিক সময়ে অনেকটা ধারাবাহিকভাবেই ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল