নাগরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নতুন সৃষ্ট এই উত্তেজনার ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বেশ কয়েকটি দেশ। এদিকে, বাকু ও ইয়েরেভানকে ২০২০ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ২০২০ সালে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ করতে রুশ মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার কোনো বিকল্প নেই।
তিনি সোমবার মস্কোয় আরো বলেন, তিন বছর আগের ওই চুক্তির সবগুলো ধারা যাতে দু’দেশ মেনে চলে সেজন্য রাশিয়া উভয় দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে।পেসকভ বলেন, ওই চুক্তির ধারাগুলো মেনে চললে নতুন করে সংঘর্ষের আশঙ্কা থাকবে না। ক্রেমলিনের মুখপাত্র স্পষ্ট করে বলেন, ২০২০ সালের যুদ্ধবিরতির চেয়ে ভালো কোনো চুক্তি আর সম্ভব নয়।
আর্মেনিয়া থেকে নাগরনো-কারাবাখ অঞ্চলে যাওয়ার একমাত্র পথে আজারবাইজান চেকপয়েন্ট স্থাপন করার একদিন পর ক্রেমলিনের মুখপাত্র এসব কথা বললেন। ওই চেকপয়েন্ট স্থাপন করার পর বাকু ও ইয়েরেভানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আর্মেনিয়া আজারবাইজানের এ পদক্ষেপকে ২০২০ সালের যুদ্ধবিরতি চুক্তির ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে।-পার্সটুডে
বিডি প্রতিদিন/আরাফাত