আন্তর্জাতিক আদালতের প্রধান আইনজীবী (প্রসিকিউটর) করিম খান কিউসিকে ওয়ান্টেড লিস্টে রেখেছে রাশিয়া। তুরস্কভিত্তিক আনাদোলু এজেন্সি এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইসিসির প্রসিকিউটর করিম খানকে ওয়ান্টেড লিস্টে রেখেছে।
চলতি বছরের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়। আইসিসির প্রসিকিউটর হিসেবে করিম খান পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বড় ভূমিকা রাখেন।ওই সময় আইসিসির এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নেওয়ার সঙ্গে পুতিন জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ওই পরোয়ানা জারি করা হয়।
পুতিনের বিরুদ্ধে পরোয়ানা জারিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ আমাদের কাছে নেই। আইনগত দিক দিয়েও এর কোনো অর্থ নেই।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অংশ নয় রাশিয়া। আর এর অধীনে চলার কোনো বাধ্যবাধকতাও নেই।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে ‘টয়লেট পেপার’-এর সঙ্গে তুলনা করেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
বিডিপ্রতিদিন/কবিরুল