২০ মে, ২০২৩ ১৩:২০

এক বছরের সর্বোচ্চে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

অনলাইন ডেস্ক

এক বছরের সর্বোচ্চে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

প্রতীকী ছবি

টানা তিন সপ্তাহের মতো বেড়েছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ১২ মে শেষ হওয়া সপ্তাহে দেশটির রিজার্ভ দাঁড়িয়েছে ৫৯ হাজার ৯৫৩ কোটি ডলার, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

আরবিআই বলছে, ১২ মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পূর্ববর্তী সপ্তাহ থেকে ৩৫৫ কোটি ডলার বেড়েছে। আগের দুই সপ্তাহে রিজার্ভ বেড়েছে ১ হাজার ১৭০ কোটি ডলার।

সব মিলিয়ে গত সপ্তাহে ভারতের রিজার্ভ প্রায় ৬০ হাজার কোটি ডলার ছুঁই ছুঁই। এক বছরের মধ্যে সর্বোচ্চে রয়েছে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর