ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে দুর্ঘটনায় শিকার হয়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৩০০ জন মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুরে ট্রেনটি ছেড়ে যায়।
ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, উল্টে যাওয়া বগিগুলোতে অনেক যাত্রী আটকা পড়েছিল। একটি মালবাহী ট্রেনের সাথে করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় উদ্ধারকাজ পরিচালনা করছে ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের শতাধিক কর্মী।ওড়িশার মুখ্যমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি দুঃখ প্রকাশ করে উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল