৫ জুন, ২০২৩ ১৪:৫৯

চীন-যুক্তরাষ্ট্রের জাহাজের মধ্যে আরেকটু হলেই সংঘর্ষ হতো

অনলাইন ডেস্ক

চীন-যুক্তরাষ্ট্রের জাহাজের মধ্যে 
আরেকটু হলেই সংঘর্ষ হতো

তাইওয়ান প্রণালিতে চীন ও যুক্তরাষ্ট্রের জাহাজ

যুক্তরাষ্ট্র সোমবার তাইওয়ান প্রণালিতে চীনের যুদ্ধজাহাজের একটি ভিডিও প্রকাশ করেছে। ওয়াশিংটন এটাকে ‘চীনের অনিরাপদ সামরিক চাল’ বলে অভিহিত করেছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত শনিবার।

যুক্তরাষ্ট্রের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাইওয়ান প্রণালিতে চীনের নৌবাহিনীর জাহাজ ‘লুইয়াং’ মার্কিন ডেস্ট্রয়ারের সম্মুখ পথ ধরেই অতিক্রম করছে। সংঘর্ষ এড়াতে মার্কিন বাহিনী তাদের জাহাজটির গতি কমিয়ে দেয়। 

মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস চুং-হুন এবং কানাডিয়ান ফ্রিগেট এইচএমসিএস মন্ট্রিল তাইওয়ান প্রণালি এবং চীনের মূলভখণ্ডের মধ্যে (দক্ষিণ চীন সাগরে) নৌ-চলাচলের স্বাধীনতা অনুশীলন করছিল। 

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইলযুক্ত চীনের জাহাজটি বেইজিংয়ের বন্দরের দিকে যুক্তরাষ্ট্রের জাহাজটিকে অতিক্রম করে যায়। এরপর আবার সেটি তার সম্মুখভাগে দিক পরিবর্তন করে। 

যুক্তরাষ্ট্র বলছে, এই রকম ঘটনা দুর্ঘটনায় পর্যবসিত হতে পারে। অন্যদিকে চীন বলছে, টহলের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের জন্য বিপদ তৈরি করছে। এর মাধ্যমে তারা উসকানি দিচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর