লাতিন আমেরিকারে দেশ ব্রাজিলে আবাসিক ভবন ধসে ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ পার্নামবুকোর রাজধানী রেসিফের উপকণ্ঠে জাঙ্গা এলাকায় এই ভবন ধস ও প্রাণহানির ঘটনা ঘটে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে শহরের উপকণ্ঠে একটি আবাসিক ভবন ধসের ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন বলে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা শনিবার জানিয়েছেন। তারা বলেছেন, ভবন ধসের ঘটনায় শেষ নিখোঁজ ব্যক্তিদেরও প্রাণহীন অবস্থায় পাওয়া গেছে।
পৃথক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের রেসিফে শহরে অ্যাপার্টমেন্ট বিল্ডিং ধসে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ এবং আট বছর বয়সী দুই শিশুও রয়েছে। ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        