২০ জুলাই, ২০২৩ ০৮:৩২

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা; অন্তত ৩৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আলজেরিয়ায় সড়ক দুর্ঘটনা; অন্তত ৩৪ জনের মৃত্যু

যাত্রীবাহী বাসের সঙ্গে স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যালের (এসইউভি) সংঘর্ষে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন মানুষ। সংঘর্ষের পরপরই যান দু'টিতে আগুন ধরে যায়।

স্থানীয় সময় বুধবার (১৯ জুলাই) ভোরের দিকে এই দুর্ঘটনাটি ঘটে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়।

এক বিবৃতিতে দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ভোর ৪টার দিকে রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দক্ষিণের তামানরাসেত শহরে ওই দুর্ঘটনা ঘটেছে। বাসের সাথে এসইউভ সংঘর্ষের পর বাসটিতে প্রথমে আগুন ধরে যায়। এতে বাসের ৩৪ যাত্রী পুড়ে মারা গেছেন।

দুর্ঘটনায় আহতদের ব্যাপারে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর