সুইডেনের বিপক্ষে বিক্ষোভে ফুঁসে উঠেছে ইরাকের রাজধানী বাগদাদের বাসিন্দারা। সেখানকার সুইডিশ দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন বিক্ষোভকারীরা।
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর জেরে বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে কয়েক শ’ বিক্ষোভকারী দূতাবাসের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা দূতাবাস ভবনে আগুন ধরিয়ে দেন। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা সবাই অক্ষত রয়েছেন বলেও জানা গেছে। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, সিএনএনবিডি প্রতিদিন/কালাম