নাইজারে অভিযান চালানোর সিদ্ধান্তে অটল পূর্ব আফ্রিকার ১৫ সদস্যের অর্থনৈতিক জোট ইকোয়াস। দেশটিতে অভ্যুত্থানকারী সেনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ‘স্ট্যান্ডবাই ফোর্স’ প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে এই জোট।
বৃহস্পতিবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন জোটের নেতারা।
গত ২৬ জুলাই নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে দেশটির জান্তা। এরপর ৬ আগস্টের মধ্যে ক্ষমতা ছাড়তে তাদের সময় বেঁধে দিয়েছিল ইকোয়াস। কিন্তু সেটির তোয়াক্কা করেনি তারা। এরপর বৃহস্পতিবার আবারও ইকোয়াস বৈঠকে বসে।
এই বৈঠকে নাইজারে গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতায় পুনর্স্থাপন করতে ফের নিজেদের সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছে ইকোয়াস। তবে প্রথমেই সামরিক অভিযান পরিচালনার আগে শান্তিপূর্ণভাবে এ সমস্যা সমাধানের প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন ইকোয়াস ও নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। তিনি বৈঠকে বলেন, “কোনও পরিকল্পনাই বাদ দেওয়া হয়নি। যার মধ্যে সামরিক অভিযানের বিষয়টিও রয়েছে। আমি আশা করি আমাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে নাইজারে আমরা শান্তিপূর্ণভাবে স্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব।” সূত্র: সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম