নিষেধাজ্ঞা সত্ত্বেও ২০২৩ সালে পারমাণবিক অস্ত্র তৈরি করে যাচ্ছে উত্তর কোরিয়া। পারমাণবিক সরঞ্জামও তৈরি করছে তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি কমিটিতে জমা দেওয়া প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনটি জাতিসংঘ এখনও প্রকাশ করেনি। তবে বৃহস্পতিবার রয়টার্স অপ্রকাশিত প্রতিবেদনটি হাতে পেয়েছে ।
উত্তর কোরিয়া যেন পারমাণবিক অস্ত্র কর্মসূচির ক্ষেত্রে তহবিল না পায়, তা নিশ্চিত করতে জাতিসংঘ ওই নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। ২০২২ সালে সাইবার জগতে রেকর্ড মাত্রায় চুরি হয়েছে। এর পরিমাণ ১৭০ কোটি ডলার। উত্তর কোরিয়ার হ্যাকাররা বিশ্বজুড়ে সাইবার ক্রিপ্টোকারেন্সি ও আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানগুলোকে সফলভাবে লক্ষ্যবস্তু করে যাচ্ছে।
এই পর্যবেক্ষক দলটি বছরে দুবার নিরাপত্তা পরিষদে প্রতিবেদন জমা দিয়ে থাকে। এর আগে তারা অভিযোগ করেছিলেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে সাইবার হামলা করে অর্থ সংগ্রহ করছে উত্তর কোরিয়া। তবে হ্যাকিং ও অন্য সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া।
এ ব্যাপারে বক্তব্য জানতে নিউইয়র্কে জাতিসংঘের উত্তর কোরিয়ার মিশনের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, কিম জং-উন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে নতুন জেনারেল নিয়োগ দিয়েছেন। যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। আরও বেশি করে অস্ত্র তৈরি এবং সামরিক মহড়া বিস্তৃত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল