মালি সীমান্তের নিকটবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নাইজারের ১৭ সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বনি ও টোরোদি এলাকার মাঝামাঝি জায়গায় টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়।
এই হামলায় আরো ২০ সেনা আহত হয়েছে। তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা হামলায় সশস্ত্র গোষ্ঠীর শতাধিত সদস্যকে হত্যা করার কথাও জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি নাইজারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সে নিয়ে ওই অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল