১৯ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:৪৫

জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের জন্য জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদে বিতর্কের জন্য জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

১৯৩টি সদস্য রাষ্ট্রের আলোচনার ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদে ১৪০ জনেরও বেশি বিশ্ব নেতা বিতর্কের জন্য জড়ো হচ্ছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, আলোচনায় অংশ নিতে নেতারা নিউইয়র্কে জড়ো হচ্ছেন। 

 জাতিসংঘের অন্যতম প্রত্যাশিত বার্ষিক ইভেন্ট সাধারণ বিতর্ক (জেনারেল ডিবেট)। এটা বিশ্ব নেতাদের ১৫ মিনিটের ভাষণের মাধ্যমে আন্তর্জাতিক উদ্বেগপূর্ণ বিষয়গুলি মোকাবিলা জন্য একটি প্ল্যাটফর্ম সরবরাহ করে।

সাধারণ বিতর্কে বক্তারা যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তবে প্রতি বছরের ইভেন্ট একটি আলগা থিম দ্বারা সংজ্ঞায়িত করা হয়। এ বছর, থিম ‘বিশ্বাস পুনর্গঠন এবং বিশ্বব্যাপী সংহতি পুনরুদ্ধার।’

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর