৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০৮

কেন হঠাৎ ইয়েমেন-সৌদি সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল কুয়েত?

অনলাইন ডেস্ক

কেন হঠাৎ ইয়েমেন-সৌদি সীমান্ত থেকে সেনা সরিয়ে নিল কুয়েত?

সংগৃহীত ছবি

ইয়েমেন-সৌদি আরব সীমান্তে মোতায়েন সেনা প্রত্যাহার করে নিয়েছে কুয়েত সরকার। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি করা হয়েছে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে অংশ নিতে এবং ইয়েমেনের ওপর কঠোর অবরোধ বাস্তবায়ন করতে এসব কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল।

সৌদি-সমর্থিত এডেন-ভিত্তিক প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বা পিএলসি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে দেয়। এসব ক্লিপে দেখা যায়, কুয়েতি সেনারা ইয়েমেন-সৌদি সীমান্ত থেকে সবকিছু গুটিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছে।

আট বছরেরও বেশি সময় আগে সৌদি-ইয়েমেন সীমান্তে কুয়েতি সেনা মোতায়েন করা হয়েছিল। ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন শুরুর আগে সৌদি আরব যে সামরিক জোট গঠন করেছিল তাতে যোগ দিয়েছিল কুয়েত।

এখন হঠাৎ করে সৌদি-ইয়েমেন সীমান্ত থেকে কুয়েতি সেনা প্রত্যাহার করার কোনো কারণ জানা যায়নি। সেইসঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে কুয়েতের মতবিরোধ হয়েছে কিনা সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন, ইয়েমেনের যোদ্ধারা সীমান্তে মোতায়েন বিদেশি সেনাদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাতে পারে- এই আশঙ্কায় হয়তো কুয়েতি সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইয়েমেন-সৌদি সীমান্তে মোতায়েন বাহরাইনি সেনাদের ওপর গত সোমবার ইয়েমেনি যোদ্ধাদের ড্রোন হামলায় তিন সেনা নিহত হয়। সূত্র: প্রেসটিভি, বিএনএন নেটওয়ার্ক

বিডি প্রতিদিন/আজাদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর