রাশিয়ার পশ্চিমাঞ্চলে ইউক্রেনের আটটি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো।
শুক্রবার মস্কো জানিয়েছে, সীমান্তবর্তী ইউক্রেনের একটি গ্রামে রাশিয়ার ভয়াবহ হামলার পর এসব ড্রোন ধ্বংস করা হলো।
রুশ প্রতিরক্ষা বাহিনী জানায়, বৃহস্পতিবার গভীর রাতে বেলগোরোদও কুরস্কে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়।
টেলিগ্রামে দেওয়া বার্তায় তারা বলেছে, ‘রুশ ফেডারেশনের ভূখণ্ডে বিমানের মতো ইউএভি ড্রোন ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানো কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
মন্ত্রণালয়ের ওই বার্তায় বলা হয়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে কুরস্কের আকাশে একটি ড্রোন ধ্বংস করা হয়। এর কয়েক ঘণ্টা পর বেলগোরোদ এবং আশপাশের অঞ্চলে আরও ৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়।
বেলগোরোদের গভর্নর ব্যাচেস্লোভ গ্ল্যাডকভ প্রাথমিকভাবে তার অঞ্চলে ৬টি ড্রোন হামলার কথা উল্লেখ করে টেলিগ্রাম বার্তায় বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এসব হামলায় কেউ হতাহত হয়নি।
খবরে বলা হয়, ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া একের পর এক ড্রোন হামলা মোকাবেলা করে আসছে। কিয়েভের এসব ড্রোন হামলায় মস্কোসহ বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার রাশিয়া বলেছে, তারা একই অঞ্চলের পাশাপাশি আরো উত্তরের ব্রায়ানস্কে ইউক্রেনের ৩১টি ড্রোন ভূপাতিত করে।
বৃহস্পতিবার ইউক্রেনের সীমান্তবর্তী একটি গ্রামে রাশিয়ার এক হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হওয়ার পর শুক্রবারের এমন ঘোষণা আসলো।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই গ্রামে রাশিয়ার চালানো হামলাকে ‘একেবারে জঘন্য’ কাজ হিসেবে বর্ণনা করেন।
সূত্র : আরব নিউজ ও এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত