বৈরুতে নতুন করে দূতাবাস খুলতে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং লেবানন। আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং লেবাননের কেয়ারটেকার প্রধানমন্ত্রী নাজিব মিকাত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আবি ধাবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি প্রত্যাশা করেন।
ওয়ামের খবরে বলা হয়েছে, বৈরুতে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংযুক্ত আরব আমিরাতে লেবাননের নাগরিকদের প্রবেশ ভিসা প্রদানের সুবিধার্থে একটি ব্যবস্থা গড়ে তোলার জন্য যৌথ একটি কমিটি গঠনে উভয় পক্ষ সম্মত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল