রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু ইউক্রেনে মস্কোর অভিযান চালিয়ে যেতে আরও এসইউ-৩৪ যুদ্ধবিমান তৈরির আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এই বিমানগুলি সত্যিকারের কাজের ঘোড়া। সাইবেরিয়ার নভোসিবির্স্কের একটি অ্যারোনটিক্যাল ম্যানুফ্যাকচারিং বেস পরিদর্শনের সময় শইগু আরও বলেন, ‘তারা দিনে চার থেকে পাঁচটি ফ্লাইট চালাতে পারে।’
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু বলেন, এ জন্য আমাদের এসইউ-৩৪ যুদ্ধবিমানের উৎপাদন বাড়াতে হবে, ত্বরান্বিত করতে হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল