জার্মানি ইউক্রেনকে আরও একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। শীতের আগমনের সাথে সাথে অবকাঠামোর ওপর আক্রমণ যাতে হ্রাস করা যায় সেজন্য জার্মানির এই উদ্যোগ।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর গ্রানাডায় সাংবাদিকদের শোলজ বলেন, প্যাট্রিয়ট সিস্টেমের মাধ্যমে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা জোরদার করা এখন প্রয়োজন। এই অত্যন্ত দক্ষ সিস্টেমের মাধ্যমে বিমান প্রতিরক্ষা নিশ্চিত করা দরকার। আমরা অতীতে ইউক্রেনকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছি এবং আমি এখানে ইউক্রেনের রাষ্ট্রপতিকে বলেছি যে আমরা শীতের মাসগুলির জন্য ইউক্রেনকে আরেকটি সিস্টেম সরবরাহ করব।
রাশিয়া শীতকালে ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলাসহ সম্ভাব্য সবকিছু দিয়ে ইউক্রেনের অবকাঠামো এবং শহরগুলিকে আবারও হুমকি দেওয়ার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, ইউক্রেন যাতে রাশিয়ার ‘মিসাইল সন্ত্রাস’ থেকে নিজেকে রক্ষা করতে পারে তা নিশ্চিত করতে জার্মানি ‘সবকিছু’ করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল