ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের রোজা গ্রামে হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন।
শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে পেসকভ সাংবাদিকদের বলেন, আমরা আবারও বলছি, রুশ সামরিক বাহিনী বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়, যেখানে সামরিক কর্মী এবং সামরিক নেতৃত্বের প্রতিনিধিরা জড়ো হন।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার শক্তিশালী ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে খারকিভের রোজা গ্রামের একটি ক্যাফে ও একটি দোকান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত ৫২ জন নিহত হয়েছে।
সেই ঘটনায় রাশিয়ার এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল।
ইউক্রেনের কর্মকর্তাদের মতে, রোজার জনসংখ্যা প্রায় ৩০০ জন। এত ছোট সম্প্রদায়ের ৫২ জনের মৃত্যুর অর্থ হলো প্রতি ছয়জন বাসিন্দার মধ্যে একজন মারা গেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল