ইসরায়েলের জাদুঘরে রোমান মূর্তির ক্ষতিসাধন করায় যুক্তরাষ্ট্রের একজন পর্যটককে গ্রেফতার করেছে ইসরায়েলের পুলিশ।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, জেরুজালেমের একটি জাদুঘরে ওই পর্যটক দ্বিতীয় শতাব্দির একটি রোমান মূর্তি সাজোরে মেঝেতে নিক্ষেপ করেন। এতে মূর্তিটির মুখাবয়ব বিকৃত হয়ে যায়।
বৃহস্পতিবার ভাঙচুরের এই ঘটনা জাদুঘরে অমূল্য সংগ্রহের নিরাপত্তা এবং জেরুজালেমে সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনায় অভিযুক্ত ৪০ বছর বয়সী ইহুদি আমেরিকান নাগরিক বলে শনাক্ত করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কট্টোরপন্থি ওই মার্কিন নাগরিক জানিয়েছেন, মূতি থাকাকে তিনি মূতিপূজা হিসেবে গণ্য করেছেন যা তওরাতে নিষিদ্ধ।
তবে অভিযুক্তের আইনজীবী নিক কাউফম্যান বলেছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি এমনটি করেননি। তার মক্কেল মানসিক অবসাদজনিত কারণে এই কাজ করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল