গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা এখনো ইসরায়েলের ভেতরে বিভিন্ন এলাকায় লড়াই করে যাচ্ছে। শনিবার ভোরে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত তিন শতাধিক ইসরায়েলি নিহত হয়েছে। আর গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ২৩২ ফিলিস্তিনি।
হামাসের এই হামলায় হতচকিত হয়ে পড়েছে ইসরায়েল। হামাস বিপুলসংখ্যক ইসরায়েলি সেনাসদস্য ও বেসামরিক নাগরিককে বন্দী করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা দেয়ার বিষয়ে উভয়পক্ষে জোর আলোচনা চলছে।
হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা শনিবার এ কথা জানান। ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি গ্রুপ হামাসের বড়ো ধরনের অতর্কিত হামলার প্রেক্ষিতে সামরিক সহায়তা নিয়ে এ আলোচনা চলছে।
ওয়াশিংটন এ বিষয়ে যথাসম্ভব রবিবার ঘোষণা দেবে বলে ওই কর্মকর্তা আভাস দেন। তবে কংগ্রেসের নিম্ন কক্ষ বর্তমানে নেতৃত্বশূন্য থাকায় বিষয়টি নিয়ে জটিলতা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। -বাসস
বিডি-প্রতিদিন/শফিক