ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা পঞ্চম দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।
হামাসের হামলার জবাবে গাজায় মুহুর্মুহু বোমা ফেলছে ইসরায়েল। উপত্যকার কোনো কোনো অঞ্চল পুরো মাটির সঙ্গে মিশে দিয়েছে ইসরায়েলি বাহিনী। নিজেদের ঘোষিত সর্বাত্মক যুদ্ধে গাজায় ‘নিষিদ্ধ’ সাদা ফসফরাস বোমা ফেলার অভিযোগ ওঠেছে ইসরায়েলের বিরুদ্ধে।
ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে বুধবার আল-জাজিরা জানিয়েছে, গাজার আল-কারামা এলাকায় গত রাতে সাদা ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানকার আটটি ১২তলা ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে।এদিকে, মঙ্গলবার (১০ অক্টোবর) এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ (টুইটার) শেয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গাজার কয়েকটি ভবন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বেনিয়ামিন নেতানিয়াহু’র টুইটের পাল্টা উত্তর দিয়েছেন তুরস্কের উপ-শিক্ষামন্ত্রী নাজিফ ইলমাজ। এক্স’এ নেতানিয়াহু’র উদ্দেশে তিনি লেখেন, ‘একদিন তারা তোমাকেও গুলি করবে, তুমি মারা যাবে।’
বুধবার ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ১০৫৫ ফিলিস্তিনি মারা গেছেন। এছাড়াও আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ জনে।
অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।
প্রসঙ্গত, গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা।
সূত্র : টাইমস অব ইসরায়েল।
বিডি-প্রতিদিন/বাজিত