১৭ অক্টোবর, ২০২৩ ১৬:২১

ইসরায়েলের হামলার পর মোট ১৬ সাংবাদিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

ইসরায়েলের হামলার পর মোট ১৬ সাংবাদিকের মৃত্যু

ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনিকে নিয়ে বিক্ষোভ

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বলছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৫ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জন ফিলিস্তিনি, তিনজন ইসরায়েলি ও একজন লেবাননের নাগরিক।

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় আরেক ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এটা নিয়ে নিহত সাংবাদিকের মোট সংখ্যা ১৬। 

নিউইয়র্কভিত্তিক সিপিজে জানিয়েছে, আট জন সাংবাদিক আহত হয়েছেন এবং তিনজন সাংবাদিক নিখোঁজ বা আটক হয়েছেন।

নিহত, নিখোঁজ, আহত বা আটক সাংবাদিকদের তালিকা এখানে পাওয়া যাবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর