রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের খারকিভে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরো ১৪ জন।
স্থানীয় সময় শনিবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় একটি ডাক বিতরণ কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে জানিয়েছেন, খারকিভে নোভা পোশতার ডাকঘর অফিসে হামলা হয়েছে। এটি পুরোপুরি বেসামরিক স্থাপনা।হামলার ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন জেলেনস্কি। সেখানে দেখা যায়, ভবনটির জানালা উড়িয়ে দেওয়া হয়েছে এবং নির্মাণসামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে।
খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, নিহতরা সবাই পোস্টাল কোম্পানিতে কাজ করতেন। তাদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। বিস্ফোরণের কারণে কয়েকজন গুরুতর আহত হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। সূত্র: রয়টার্স, স্কাইনিউজ
বিডি প্রতিদিন/আজাদ