২৬ অক্টোবর, ২০২৩ ২১:৪৯

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জিম্মি নিহত: হামাস

অনলাইন ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জিম্মি নিহত: হামাস

ইসরায়েলি হামলায় কুণ্ডলি পাঁকিয়ে ধোঁয়া উঠছে ভবন থেকে

ইসরায়েলি বিমান হামলায় হামাসের হাতে জিম্মি থাকা অন্তত ৫০ জন মারা গেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় আল-কাশেম ব্রিগেডস জিম্মিদের প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে, হামাসের হাতে বন্দী ইসরায়েলি ও বিদেশিদের অন্তত ৫০ জন ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলি কিছু নাগরিক ও বিদেশিকে গাজায় ধরে নিয়ে যায় হামাস।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের হাতে জিম্মিদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় হামাস ২২৪ জনকে জিম্মি করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জিম্মিদের এই সংখ্যা ২২২ বলে জানিয়েছিল ইসরায়েল। 

হামাস এখন পর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে। হামাসের শীর্ষ নেতাদের সাথে কাতারের সরকারি কর্মকর্তাদের এক বৈঠকের পর গত শুক্রবার মার্কিন দুই নাগরিককে মুক্তি দেয় গাজার এই সশস্ত্রগোষ্ঠী। পরে সোমবার ৮৫ ও ৭৯ বছর বয়সী ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেওয়া হয়। বয়স বিবেচনায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় হামাস। এই নারীরা ইসরায়েলে ফিরে যাওয়ার পর জিম্মিকালীন হামাসের আচরণে মুগ্ধতা প্রকাশ করে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর