মধ্যপ্রাচ্যে আরো ৯০০ সেনা পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধে ইসরায়েলকে সমর্থন এবং ইরাক ও সিরিয়ায় নিজেদের সামরিক ঘাঁটিগুলোর সুরক্ষা নিশ্চিত করতে নতুন করে এই উদ্যোগ নিল আমেরিকা।
নতুন করে মোতায়েন এসব সেনা সদস্য বিমান অভিযান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স ব্যাটারি) পরিচালনায় বিশেষভাবে দক্ষ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর পেন্টাগনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিছেন।
তিনি বলেন, এই সেনাদের একটি অংশ ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছেন; বাকিরাও শিগগিরই যাবেন।
সংবাদ সম্মেলনে প্যাট রাইডার জানান, “ইসরায়েলের বিরুদ্ধে হামাসের ধারাবাহিক সন্ত্রাসী হামলা ঠেকানো, আঞ্চলিক সংঘাত নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক ঘাঁটিতে থাকা সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সেনাদের সেখানে পাঠানো হচ্ছে।”
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে স্থাপিত নিজেদের ঘাঁটিগুলোতে ৩ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো টার্মিনাল হাই অল্টিচ্যুড এরিয়া ডিফেন্স (থাড) ব্যাটারি, প্যাট্রিয়ট মিসাইল প্ল্যাটফর্ম এবং অ্যাভেঞ্জার এয়ার ডিফেন সিস্টেম। নতুন করে যে ৯০০ সেনাসদস্য মধ্যপ্রাচ্যে যাচ্ছেন, তারা এই তিন ধরনের সুরক্ষা ব্যবস্থা পরিচালনায় দক্ষ বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার। সূত্র: রয়টার্স, সিএনএন, দ্য হিল, নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/আজাদ