বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গোয়েন্দা বিভাগের উপপ্রধান শাদি বারুদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই দাবি করে। তাদের বক্তব্য, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান বাহিনীর অভিযানে তিনি নিহত।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় আইডিএফের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
আইডিএফ জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ ছিলেন শাদি বারুদ। এছাড়া এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের একাধিক ‘অপারেশনে’ সক্রিয় ভূমিকা ছিল তার।
আইডিএফ আরো জানায়, “হামাসের হাইকমান্ড ও ৭ অক্টোবরের হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত সব হামাস নেতাদের শেষ করতে গাজায় আমাদের বিমান বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।” সূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন, ডেইলি মেইল, দ্য জিউস এক্সপ্রেস
বিডি প্রতিদিন/আজাদ