আজ রাতে গাজায় স্থল অভিযান বৃদ্ধি করবে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের স্থল বাহিনী আজ রাতে তাদের স্থল অভিযান সম্প্রসারণ করছে।
‘ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় আমরা সব ফ্রন্টে প্রস্তুত’ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলেন হাগারি।
আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বিবৃতিতে আরও বলেন, গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়া উচিত। ইসরায়েলের স্থল বাহিনী আজ রাতে তাদের অভিযান ‘সম্প্রসারণ’ করছে এটা জানার পর অবশ্যই তাদের দক্ষিণে সরে যাওয়া উচিত, বলেন তিনি।
বিডিপ্রতিদিন/কবিরুল