৩০ অক্টোবর, ২০২৩ ০৭:২৯

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৯, আহত ৪০

অনলাইন ডেস্ক

ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৯, আহত ৪০

ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন। স্থানীয় পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বিশাখাপত্তম থেকে যাওয়া একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন আলামানদা ও কণ্টকাপাল্লের মাঝে কোথসাভাতসালায় অবস্থান করছিল। ট্রেনটির কাছে অন্য একটি ট্রেন আসার কোনো সংকেত পাঠানো হয়নি। ফলে বিপরীত দিক থেকে আসা ট্রেনটির সাথে সংঘর্ষ হয় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

রেলওয়ে সূত্র বলছে, মানুষের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। তারা বলছে, ট্রেন চালককে কোনো সংকেত দেওয়া হয়নি।

 

সূত্র: এনডিটিভি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর