৩ নভেম্বর, ২০২৩ ২০:৫০

যুদ্ধ বড় হলে যুক্তরাষ্ট্রের জাহাজ, বিমানবাহিনীকে বড় মূল্য পরিশোধ করতে হবে : নাসরুল্লাহ

অনলাইন ডেস্ক

যুদ্ধ বড় হলে যুক্তরাষ্ট্রের জাহাজ, বিমানবাহিনীকে বড় মূল্য পরিশোধ করতে হবে : নাসরুল্লাহ

বক্তব্য রাখেন হাসান নাসরুল্লাহ

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আঞ্চলিক যুদ্ধ থামাতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই গাজায় আগ্রাসন থামাতে হবে।

গাজায় ইসরায়েলি আক্রমণের ২৮ তম দিনে ভাষণে হিজবুল্লাহ প্রধান এই মন্তব্য করেন। 

হাসান নাসরুল্লাহ বলেন,  আমি  আমেরিকানদের নিশ্চিত করতে চাই , আঞ্চলিক যুদ্ধ বাধলে তাদের জাহাজ এবং বিমানবাহিনীকে ব্যাপক মূল্য চোকাতে হবে।

তিনি বলেন, আমরা আমেরিকান জাহাজের জন্য ইতোমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছি। আমরা তাদেরকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া  এবং লেবাননে পরাজয় স্মরণ করার আহ্বান জানাই।   

আমেরিকা তাদেরকে বার্তা দিয়েছে জানিয়েছে নাসরুল্লাহ বলেন, আমরা লড়াই চলমান রাখলে নাকি তারা ইরানে বোমা ফেলবে। আমাদের প্রতিরোধ বন্ধ করবে সাহস কত!  ভূমধ্যসাগরে আপনাদের জাহাজ আমাদের ভীত করে না। তিনি বলেন, লেবানন ফ্রন্টে সকল অপশন টেবিলে আছে।  এটা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সকল অপশন টেবিলে আছে।

নাসরুল্লাহ বলেন, ইসরায়েল আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেললে আমরাও তাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা ফেলব। তারা কি কাজ করবে সেটার ওপর নির্ভর করবে আমরা কী করব।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর