৫ নভেম্বর, ২০২৩ ০৫:০২

লেবাননে অবিলম্বে ‘আগ্রাসন’ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী নাজিব মিকাতির

অনলাইন ডেস্ক

লেবাননে অবিলম্বে ‘আগ্রাসন’ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রী নাজিব মিকাতির

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ‘আগ্রাসন’ অবিলম্বে বন্ধ করতে হবে।

জর্ডানের রাজধানী আম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠকের পর মিকাতি ‘গাজায় যুদ্ধবিরতি’তে পৌঁছানোর জন্য কাজ করার অগ্রাধিকারের ওপর জোর দেন।

তিনি বলেন, আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে আরো মানুষের ক্ষয়ক্ষতি অব্যাহত রাখা এবং দক্ষিণাঞ্চল ও শহরধ্বংস করার ইসরায়েলের পোড়া মাটি নীতি...  অবশ্যই বন্ধ করতে হবে।

তিনি বলেন, লেবাননের ভূমি, সমুদ্র ও আকাশের সার্বভৌমত্বের ওপর প্রতিদিনের ইসরায়েলের দখলদারিত্ব ও লঙ্ঘন বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর