৬ নভেম্বর, ২০২৩ ১৭:৪৭

ইন্টারনেট বন্ধ করেও কী হামাসকে ঠেকাতে পারছে ইসরায়েল?

অনলাইন ডেস্ক

ইন্টারনেট বন্ধ করেও কী হামাসকে ঠেকাতে পারছে ইসরায়েল?

গাজায় হামাসকে ঠেকাতে বেশ পদ্ধতিগতভাবে আগাচ্ছে ইসরায়েল, এমটাই মনে করছেন সামরিক থিংক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ডক্টর জ্যাক ওয়াটলিং। তিনি মনে করছেন, প্রথমে গাজাকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পর সেখানে প্রবেশ করে শত্রু দমনে মন দিয়েছে ইসরায়েল।

গত রাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা গাজাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। কার্যকরভাবে হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটিকে দক্ষিণ ও উত্তর দুই ভাগ করেছে।

ওয়াটলিং বলেছেন, ইসরায়েল ধাপে ধাপে গাজায় আগাচ্ছে।

গাজায় তারা ইন্টারনেট ও মুঠোফোন সেবাও কখনো সীমিত, কখনো আবার বন্ধ করে রাখছে। বিশেষজ্ঞ ওয়াটলিং মনে করেন, এই পদ্ধতি ইসরায়েলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, এর ফলে হামাসকে তাদের যোদ্ধাদের অবস্থান জানাসহ নানা বিষয়ে বেগ পেতে হচ্ছে। 

তবে এই বিশেষজ্ঞ মনে করেন, ইন্টারনেট বন্ধের এই কাজে ভয়াবহ মানবিক বিপর্যয় আসতে পারে। ওয়াটলিং বলেছেন, এতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারাচ্ছে। বিশেষ করে গাজা শহরে বাস করা নাগরিকরা সবচেয়ে ঝুঁকিতে আছেন, কারণ তারা এখন একেবারেই বিচ্ছিন্ন।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর