অধিকৃত পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলের প্রাণঘাতী হামলার নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে তারা এই নিন্দা জানায়।
বিবৃতিতে হামাস বলে, গাজায় পরাজিত দখলদাররা জেনিনেও পরাজিত হবে এবং গাজা থেকে পশ্চিম তীরে আমাদের জনগণের ইচ্ছাশক্তি ভঙ্গ করতে সফল হবে না। প্রতিরোধ এমন একটি চেতনা যা আমাদের এবং আমাদের জনগণের মধ্যে প্রবাহিত হয়। আমরা বিজয় ও মুক্তি না হওয়া পর্যন্ত দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
পৃথক বিবৃতিতে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে, পশ্চিম তীরে বর্বরোচিত ও নৃশংস হামলা শত্রুর দেউলিয়াত্বের প্রমাণ। গাজা উপত্যকায় কোনো সফলতা অর্জনের ব্যর্থতা ঢাকতে ক্রমাগত তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে।
জেনিন হলো ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহর যেখানে প্রায় ১৪ হাজার মানুষ বসবাস করে। বৃহস্পতিবার ইসরায়েল শহরটিতে ব্যাপক হামলা চালায় যাতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল